আজ বৃহস্পতিবার, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

টার্গেটে বিএনপিপন্থী কাউন্সিলরা

বিএনপিপন্থী

বিএনপিপন্থী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সরকারী দলের দমন-পীড়নে নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ নেতারা অনেকেই কোনঠাসা। দলটিকে কোন রাজনৈতিক কর্মসূচিতেই মাঠে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। ধর-পাকড় ও মামলা-মোকদ্দমায় অনেকটা ভেঙে পড়েছে নেতাদের মনোবল। কিন্তু এরপরেও দলটির অবস্থান জানান দিতে যে কয়েকজন জনপ্রতিনিধি সক্রিয় ছিলেন তাদেরও ধর-পাকড় শুরু হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচিত বিএনপিপন্থি বেশ কয়েকজন কাউন্সিলর ইতোমধ্যে কারাগারে। বাকিদেরও টার্গেটে নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী। যে কোন সময় তাদেরও ধর-পাকড় শুরু হতে পারে।

পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আইন-শৃঙ্খলা অবনতির শঙ্কায় যে কোন জনপ্রতিনিধিকে আটকের নির্দেশ রয়েছে। সেক্ষেত্রে দলীয় পরিচয় খুব একটা আমলে নেয়া হবে না। ইতোমধ্যে যে কোন আটক হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কয়েকজনকে তালিকায় রেখে নজরদারীতে রাখা হয়েছে।

প্রসঙ্গত ৪ ফেব্রুয়ারি কাউন্সিলর ইসরাফিল প্রধান, একইদিন কাউন্সিলর ইকবাল হোসেন, ১৯ মার্চ কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সর্বশেষ ১ এপ্রিল কাউন্সিলর হান্নান সরকারকে গ্রেফতার করে পুলিশ। এদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতা তৈরির পরিকল্পনার অভিযোগ আনা হয়।

তবে বিএনপি বলছে, পুলিশের অভিযোগ বানোয়াট ও অজুহাত মাত্র। বিএনপিতে দমাতে এটা সরকারের অপকৌশল।

২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ভরাডুবি হলেও ওই নির্বাচনে বিএনপিপন্থি ১২ জন কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী হন। এদের মধ্যে দুইজন এখন প্যানেল মেয়রও। কয়েকজন বিএনপিপন্থি কাউন্সিলর টানা তিনবার নির্বাচিতও হয়েছেন।

বিএনপিপন্থি কাউন্সিলরগণ হলেন-২নং ওয়ার্ডে ইকবাল হোসেন, ৫নং ওয়ার্ডে গোলাম মোঃ সাদরিল, ৯নং ওয়ার্ডে ইসরাফিল প্রধান, ১১ নং ওয়ার্ডে জমশের আলী ঝন্টু, ১২নং ওয়ার্ডে শওকত হাশেম শকু, ১৩নং ওয়ার্ডে মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ২০নং ওয়ার্ডে গোলাম নবী মুরাদ, ২১নং হান্নান সরকার, ২২নং ওয়ার্ডে সুলতান আহম্মেদ ভূইয়া, ২৫নং ওয়ার্ডে এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ডে মোঃ সামছুজ্জোহা ও ২৭নং ওয়ার্ডে কামরুজ্জামান বাবুল।

সংরক্ষিত নারী আসনে বিএনপিপন্থি জয়ী নারীরা হলেন- আয়েশা আক্তার দিনা (৭, ৮ ও ৯ ওয়ার্ড), মিনোয়ারা বেগম (১০, ১১ও ১২নং ওয়ার্ড) ও নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানের স্ত্রী আফসানা আফরোজ (১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড) । এদের মধ্যে আফসানা আফরোজ ও মিনোয়ারা বেগম বর্তমানে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ