আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাড়তি দামেই চলছে কাঁচা বাজার

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারে ১০(জুন) সোমবার এক কেজি শসার দাম ছিল ২০ টাকা। গতকাল সোমবার একই বাজারে এক কেজি শসা বিক্রি হয় ৩০ থেকে ৩৫ টাকায়। এর আগে শনিবার ও রবিবার এমন দাম ছিলো।

পবিত্র রমজান মাসে নগরীর কাঁচাবাজারগুলোতে শসা, কাঁচা মরিচসহ বিভিন্ন পণ্যের দামের যে উল্লম্ফন হয়েছিল, গতকালও তা বজায় থাকে। মাছের দামেও একই অবস্থা। বাড়তি দামেই চলছে কিছু সবজি ও মাছের কেনাবেচা। দিগুবাবুর বাজার, কালির বাজার, বউ বাজার, নয়াপাড়া বাজার বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়তি। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামেই বিক্রি। এই বাড়তি দাম চাপছে ক্রেতার কাঁধে।

দিগুবাবুর বাজারে গত দু’দিন আগে প্রতি কেজি গোল বেগুন ৫৫, লম্বা বেগুন ৬০ থেকে ৭০ টাকা, আলু ১৬ থেকে ১৮, বরবটি ৭০ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল একই বাজারে প্রতি কেজি গোল বেগুন ৭০ টাকা এবং লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, আলু ১৮ থেকে ২০, বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

গতকাল প্রতি কেজি টমেটো ৪০ থেকে ৫০ টাকা, করলা ৩০ থেকে ৪০, কাকরল ৫০ থেকে ৭০ টাকা,ফুলকপি ৬০ টাকা,টমাটো ৪০ থেকে ৫০ টাকা,চিচিঙ্গা ৩০ টাকা ,দুনদুল ৩০ টাকা ,লতি ৪০ টাকা,মিষ্টি কুমড়া ৮০ থেকে ৯০ টাকা ,লাউ ৪০ থেকে ৫০ টাকা.পাতা কফি ৬০ থেকে ৭০ টাকা, দেশী গাজর ৬০ টাকা,চায়না গাজর ৮০ থেকে ১০০ টাকা,পটোল ৩০ থেকে ৪০, ঢেড়শ ২০থেকে ৩০, পেঁপে ৩০থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। আর প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। বিক্রেতারা জানান, গত দু’দিন আগে কাঁচা মরিচের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বেগুনের দামও সামান্য কমেছে।

দামের এই ধরনের উল্লম্ফনের জন্য বাজারমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন ক্রেতারা।

চাষাড়া এলাকার বাসিন্দা রতন দৈনিক সংবাদচর্চাকে বলেন, পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। বাজারগুলোতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।বাজারে ক্রয় করতে এসে তিনি এসব কথা বলেন।

সবুজ মিয়া বলেন,কিছু কিছু কাঁচা বাজারের দাম কমল্ওে বেশির ভাগ কাঁচা বাজারের দাম বেড়েছে অনেক যা আমাদের মত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে।

অন্যদিকে কাঁচা বাজার বিক্রেতা আব্দুল ছালাম বলেন, রোজার মৌসুমে আমরা যেভাবে সবজি বিক্রি করছি এখন সেভাবে এত বেশি বিক্রি হয় না । কারণ কাঁচা বাজারের দাম বেড়ে যাওয়ার কারনে।

অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট আসাদুজ্জাম বলেন, আসলে বাজার মনিটরিং বেশির ভাগ করে থাকে ভোগক্তা অধিদপ্তর। তবে আমরাও মনিটরিং করি অল্প। আপনি যখন আমাকে বলেছেন আমি এই বিষয়টি দেখবো।

নারায়ণগঞ্জের ভোগক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা বেগমকে একাধিবার ফোন করার পরও ফোনটি রিসিভ করা হয়নি।