আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় : আহত ৫

বাসের ধাক্কায়

বাসের ধাক্কায়

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়নগঞ্জের  সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এনা বাসের   (ঢাকা মেট্টা ব-১৪-৪৯০৩) সাথে  অপর একটি বাসের  ধাক্কায়  ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের প্রাথমিক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ জুন) দুপুুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ এনা পরিবহনের গাড়িটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার সময় ঢাকামুখি এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে সোনাপুর থেকে ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দেয়। এসময় বাসের ভেতরে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রজব আলী জানান, দুর্ঘটনায় এনা পরিবহনের গাড়িটি আটক করা হয়েছে এবং গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে।