আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বালিয়াপাড়া ব্রিজের উপরে সিএনজি স্ট্যান্ড!

বিপ্লব হাসান:
আড়াইহাজার উপজেলার গাউছিয়া-ঈদবারদী ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত বালিয়াপাড়া ব্রিজটিতে গড়ে উঠেছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। এতে প্রতিনিয়ত হচ্ছে যানজট, ঘটছে দূর্ঘটনা। গাউছিয়া-ঈদবারদীগামী মানুষেরা যাতায়াত করেন এই ব্রিজের উপর দিয়ে। দিনে দিনে ব্রিজটি যাত্রী ও পথচারীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিনই ব্রিজটিতে কোনো না কোনো দূর্ঘটনা ঘটছে, অন্যদিকে সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে যানজট। শুধু ব্রিজটিতে চলাচলকারীরাই নন, শিক্ষার্থীরাসহ ভোগান্তিতে পড়ছেন আশপাশের এলাকার বাসিন্দারাও। ব্রিজের পাশেই বালিয়াপাড়া হাই স্কুল ডহরগাঁও, উরগাঁও, গাপতলী, দড়িকান্দী এলাকার শিক্ষার্থীদের একমাত্র আশার আলো। আর এই আশার আলো নষ্ট করছেন ব্রিজে থাকা সিএনজি ও অটো স্ট্যান্ড। ব্রিজটি আড়াইহাজার-রূপগঞ্জের মাঝে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত বালিয়াপাড়া ব্রিজ। ব্রিজটি রূপগঞ্জ-আড়াইহাজারের উরগাঁও থেকে শুরু হয়ে শেষ হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত বালিয়াপাড়া । ফলে এলাকা দুটির বাসিন্দাদের পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। সম্প্রতি ব্রিজ ও এর আশপাশের এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের উপরে অবৈধভাবে স্থাপিত হয়েছে দুটি গাড়ির স্ট্যান্ড। ব্রিজটিতে যাতায়াতকারী সিএনজি ও আটো স্ট্যান্ড দুটিতে যাত্রী ওঠা-নামা করাচ্ছে। প্রশাসন নীরব এ যেন দেখার কেউ নেই।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এই স্ট্যান্ডের কথা আমার জানা নেই। কিন্তু কেউ যদি অবৈধ ভাবে স্ট্যান্ড গড়ে তোলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।