আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বালিশ দুর্নীতির অজানা তথ্য বের করায় সংবাদচর্চার পর জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ

সংবাদচর্চা রিপোর্ট
গত ২৪ মে নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সংবাদচর্চা পত্রিকায় ‘ফের আলোচনায় নারায়ণগঞ্জ, বিমান ছিনতাইয়ের পর বালিশ দুর্নীতি’! এই শিরোনামে সংবাদ প্রকাশের পর ইতোমধ্যে খবরটি ছড়িয়ে পরেছে পুরো দেশব্যাপী , সেই সাথে বিশ্ব মিডিয়াতেও।

কেননা, সংবাদচর্চার প্রতিবেদন প্রকাশ করার পরপরই জাতীয় দৈনিক নয়া দিগন্ত একি বিষয়ে সংবাদ প্রকাশ করে। শুধু নয়া দিগন্তই নয়  নিউজ টিভি ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইন পত্রিকাতেও সংবাদ প্রকাশ করা হয়েছে। ঠিক যখন বালিশ দুর্নীতি নিয়ে দেশ-বিদেশে চলছে আলোচনা-সমালোচনা তখনই এক অজানা তথ্য বের করে নিয়ে আসেন সংবাদচর্চার নিজস্ব প্রতিবেদক।

প্রতিবেদকের তথ্য অনুসারে, রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নির্মিত ভবনে আসবাবপত্র কেনা ও তা ফ্ল্যাটে উঠানোর খরচ নিয়ে সারা দেশে বইছিলো সমালোচনার তীব্র ঝড়। শুধু দেশব্যাপী নয় আলোচনা হচ্ছিলো বিশ্ব মিডিয়াতেও। অবশেষে খোজঁ নিয়ে জানা যায়, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ দুর্নীতির সাথে সম্পৃক্ত প্রকৌশলী মাসুদুল আলম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সন্তান।
জানা যায়, মাসুদুল আলমের বাবা সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াটের সাবেক সহকারী প্রকৌশলী মৃত আব্দুল খালেক। তিনি চাকরীর সুবাদে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজে দীর্ঘকাল বসবাস করেছেন।
আরও জানা যায়, আবদুল খালেকের বড় সন্তান মাসুদুল আলম। তিনি সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি পাশ করেন। পরে ঢাকা কলেজে পড়াশুনা করেন এবং পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী লাভ করেন। প্রথমে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করার পর গনপূর্তমন্ত্রনালয়ে প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সরকারের মেগা উন্নয়ন প্রকল্প রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এই ন্যাক্কার জনক দুর্নীতির ঘটনায় জড়িয়ে পরেন তিনি।
দৈনিক সংবাদচর্চায় উপরাক্ত বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর ৭ খুন, বিমান ছিনতাই ও বালিশ দুর্নীতিতে কলঙ্কিত নারায়ণগঞ্জ’ এই শিরোনামে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকাতে একটি সংবাদ প্রকাশ হয়। এর পরেই ৩ জনে কলঙ্কিত পুরো নারায়ণগঞ্জ! বিমান ছিনতাই ও বালিশ দুর্নীতি নারায়ণগঞ্জ তোলপাড়’ এই শিরোনামে নিউজ টিভিতে একটি সংবাদ প্রকাশ করা হয়।

দৈনিক সংবাদচর্চা পত্রিকায় অনুসন্ধানের মাধ্যমে বালিশ দুর্নীতর অজানা তথ্য বের করে আনায় পত্রিকার সম্পাদক ও প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে বিশ্লেষকদের মতে, যেকোন সংবাদের ক্ষেত্রে প্রয়োজন খবরের ভিতরের খবর বের করে আনা। যে সময় সারা দেশের টিভি চ্যানেল, জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা সেই সাথে অনলাইন পোর্টালগুলোতে বালিশ দুর্নীতির সংবাদ প্রকাশ করা হচ্ছিলো। সে সময় ওই ঘটনায় জড়িত মাসুদুল আলমের আরও তথ্য প্রকাশ করা হয়েছে সংবাদচর্চায়। যা সংবাদচর্চা পত্রিকার পূর্বে আর কোন মিডিয়া প্রকাশ করতে পারে নি। এ বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও মনে করেন, ভবিষ্যতে এরকম আরও অজানা তথ্য সংবাদচর্চার পত্রিকার মাধ্যমে সাধারণ মানুষ অবগত হবেন।