নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় প্যারাডাইস ভবনে স্থাপিত মদের বারের বিরুদ্ধে সমাবেশ করার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বৈঠক থেকে এ সিদ্ধান্তে উপনীত হন ওলামা পরিষদের নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
এ ব্যাপারে মাওলানা ফেরদাউসুর রহমান দৈনিক সংবাদচর্চাকে জানান, চাষাঢ়ায় স্থাপিত মদের বার বন্ধের দাবীতে শুক্রবার বাদ জুমা আমরা নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করবো। আজ ওলামা পরিষদের নেতৃবৃন্দ বৈঠক করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমরা এই সমাবেশ থেকে আমরা পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো।
তিনি আরও বলেন, আমরা সমাবেশ থেকে এই বার বন্ধের দাবী জানাবো। যদি তা বন্ধ না করা হয় তবে আমরা অবস্থান কর্মসূচী সহ আরও কঠোর কর্মসূচী ঘোষণা করবো।
বৈঠকে মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ওলামা পরিষদের সহ সভাপতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা আতাউল হক সরকার, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।
এসএএইচ/এসএএইচ