আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্সা কোচ ভালভারদের চুক্তির মেয়াদ বাড়ছে

২০১৭ সালে লুইস এনরিকের বিদায়ের পর ক্লাব বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি হয় আর্নেস্তো ভালভারদের। কাতালানদের সঙ্গে এবার চুক্তির মেয়াদ বেড়েছে স্প্যানিশ এই কোচের। ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সায় কোচের দায়িত্বে থাকবেন ভালভারদে।

৫৫ বছর বয়সি এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর নিশ্চিত করেছে বার্সা।

২০১৭ সালে কাতালান কোচের দায়িত্বে এসে প্রথম মৌসুমেই স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে শিরোপা জেতেন স্প্যানিশ এই কোচ।

গত মাসে গুঞ্জন উঠেছিল, ক্যাম্প ন্যু’তে আগামী মৌসুমে ভালভারদে থাকবেন কিনা, তা নিশ্চিত নন। তবে এরপর কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, আগামী মৌসুমে ভালভেরদেই বার্সেলোনার কোচ হিসেবে থাকবেন। এবার সেই কথাই রাখলেন বার্সা সভাপতি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগা টেবিলের শীর্ষে আছে ৫১ পয়েন্ট নেওয়া বার্সেলোনা। আর টেবিলের দুইয়ে আছে ৪৫ পয়েন্ট নেওয়া রিয়াল মাদ্রিদ।