সাড়ে ৩ মিলিয়ন ইউরো বকেয়া পারিশ্রমিক দাবি করে আবারও বার্সার মামলা দিলেন নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ জানিয়েছে, নেইমারের আইনজীবীরা নতুন একটি মামলা করেছেন বার্সার বিপক্ষে।
কাতালান ক্লাবটির কাছে সাড়ে ৩ মিলিয়ন ইউরো বকেয়া পারিশ্রমিক চেয়ে মামলা করেছেন তারা। এ নিয়ে নেইমারের বাবার ভাষ্য, ‘সে ক্লাবটি (বার্সা) ছাড়ার সময়ের দাবি এটি। বার্সা কিংবা আমরা কোনো পক্ষই এ নিয়ে চিন্তিত না। বিষয়টি আমরা সমাধান করব’ৎ
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে যোগ দেন পিএসজিতে। এরপরই কাতালান ক্লাবটি চুক্তিভঙ্গের মামলা করেছিল তার বিপক্ষে। ব্রাজিলিয়ান তারকাও চুপ করে থাকেননি। বকেয়া বোনাস চেয়ে নেইমারও উল্টো মামলা ঠুকে দেন বার্সার বিপক্ষে। সেই মামলা আদালতে প্রক্রিয়াধীন থাকতেই বার্সার বিপক্ষে আরেকটি মামলা ঠুকেছেন নেইমার।