আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বারদী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান

 

সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৮ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা সভায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির সভাপতি রমেশ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম, আশ্রম কমিটির সাধারন সম্পাদক বিজয় কুমার মোদি, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে ওয়াচ টাওয়ারের মাধ্যমে র‌্যাব নিরাপত্তায় থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য ৩ জন ম্যাজিষ্ট্রেট, ১৫০ জন আনসার সদস্য থাকবে। তালতলা ও মোগরাপাড়া থেকে বড় কোন যানবাহন এ রাস্তায় প্রবেশ করতে দেওয়া হবেনা। নারী ছিনতাই রোধে নারী পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং সার্বক্ষনিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে জানান তিনি।