আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সংবাদচর্চা অনলাইনঃ

টেস্টিং কিটের সংকট দূর করে নিয়মিত সর্বোচ্চ টেস্টের ব্যবস্থা করার দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে।

রবিবার (২১জুন) সকাল ১১ টায় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ চাষাঢ়ায় কেন্দ্রীয় শহিদ মিনার হতে  বিক্ষোভ মিছিলটি শুরু করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গেলে পুলিশ এতে বাঁধা দেয়।

কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গেলে পুলিশি বাধার মুখে পড়েছে। বহু তর্ক বির্তক করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে সমাপ্ত ঘোষণা করা হয়।

জানা গেছে, স্বাস্থ্যখাতে বাজেটের ২০% বরাদ্দ করা, খানপুর হাসপাতালে দ্রুত আইসিইউ চালু করা ও টেস্টিং কীটের সংকট দুর করে নিয়মিত সর্বোচ্চ টেস্টের ব্যবস্থা করার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

এসময় সমাবেশে সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক কমরেড নিখিল দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, জেলা বাসদ ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব।