নিজস্ব প্রতিবেদক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার ক্ষমতাসীন দল আওয়ামীলীগের টানা দুইবারের বিজয়ী প্রভাবশালী এমপি আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর দূর্গে এবার নজর পড়েছে বিরোধী দল জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি আলহাজ¦ লিয়াকত হোসেন খোকার।
তবে নিজের জন্য নয়, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটনের জন্য এই আসনে নজর দিয়েছেন খোকা।
যদিও ইতিমধ্যেই উক্ত আসন থেকে লাঙ্গলের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আড়াইহাজারে এসে লোটনকে করে গিয়েছিলেন প্রার্থী হিসেবে ঘোষণা। তাই সেই ঘোষণার বাস্তবায়নে এখন লোটনকে দলীয় মনোনয়ন প্রদানের জোর দাবী জানিয়েছেন লিয়াকত হোসেন খোকা।
গত দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ছাড় দেয়ার কারনে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা এমপি নির্বাচিত হওয়ার সুযোগ পেলেও একাদশ নির্বাচনে তদের চাহিদা বেড়েছে আরো একটি আসন। যা হলো টানা দুইবার নিজের দখলে রাখা এমপি নজরুল ইসলাম বাবুর আড়াইহাজারের আসন।
গত ১৬ সেপ্টেম্বর সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তব্যকালে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা নতুন করে আড়াইহাজার আসনের প্রতি নজর দেন।
তিনি বলেন, আমাদের দল আগের থেকে আরো শক্তিশালী হয়েছে। আমাদের সামনে জাতীয় নির্বাচনে। তাই নির্বাচনকে সামনে রেখে দলকে গুছাতে হবে। দল যত শক্তিশালী হবে পায়ের তলার মাটি তত বেশী শক্ত হবে। আমার দল আগে, আমাদের কর্মী আগে, আমার জনগণ আগে। প্রত্যেকাঁ উপজেলায় উপজেলায় কমিটি হবে। আর সেই সুবাদে প্রত্যেকাঁ উপজেলা হবে জাতীয় পার্টির দূর্গ। সেই দূর্গ কখনো কারো কাছে মাথা নত করবেনা। এই দূর্গ নারায়ণণগঞ্জের জাতীয় পার্টির অধিকার আদায় করবে।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে ধন্যবাদ জানিয়ে খোকা আরও বলেন, তিনি গত নির্বাচনে আমাদের দুইজনকে মনোনয়ন দিয়েছিলেন। এই নারায়ণগঞ্জে প্রয়াত এমপি নাসিম ওসমানকে মনোনয়ন দিয়েছিলেন। এরপর তার ভাই এমপি সেলিম ওসমানকে মনোনয়ন দিয়েছিলেন। তাই উনাকে ধন্যবাদ জানাই। তবে আগামীতে শুধু এই দুইটা আসনে নয়, এর সাথে আড়াইহাজারের (নারায়ণগঞ্জ-২) আসনটিতেও আলমগীর শিকদার লোটনের জন্য মনোনয়ন চাই।
এরপর অনুষ্ঠানে উপস্থিত আলমগীর শিকদার লোটন মনোনয়ন প্রত্যাশায় বেশ আশাবাদী হয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের মাঠে নামার ঘোষণা দেন।
উক্ত মতবিনিময় সভার অন্যতম আয়োজক ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।