নবকুমার: মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পূর্বে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার বাবা গোলাম কিবরিয়া গাজী এবং শামসুনেচ্ছা বেগমের কবর জিয়ারত করেছেন। সোমবার সকাল গোলাম দস্তগীর গাজী বনানী কবরস্থানে যান। তার বাবা মার কবর জিয়ারত করেন। তিনি মরহুমের আন্তার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।