আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাজারে জনসমাগম, বাড়ছে করোনা ঝুঁকি

সামিতুল হাসান নিরাক
করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মানার নির্দেশ দেয়া হলেও তা মানছেন না অনেকেই। শহরের পাড়া মহল্লার বাজারগুলো ঘুরে দেখা গেছে ক্রেতা- বিক্রেতা কেউই মানছেন না সরকারি নির্দেশনা। ফলে ঠেকানো যাচ্ছে না মানুষের অবাধ চলাফেরা। মানছেন না লকডাউন কিংবা কোয়ারেন্টিনের নিয়মও। এতে করে সংক্রমনের ঝুঁকি বাড়ছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক দুরুত্ব নিশ্চিত করা গেলে অনেকাংশেই কমবে করোনা সংক্রমণের আশংকা।

সরেজমিন দেখা যায়, নিত্য পণ্যের পাড়া মহল্লার বাজারগুলোতে প্রতিদিনই প্রচুর মানুষের ভিড়। বাজারে দূরুত্ব মেনে কেনাকাটার কথা বলা হলেও তা মানছে না কেউই। করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহযোগিতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সামাজিক দুরত্ব নিয়ন্ত্রনে জনসচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হলেও পাড়া মহল্লার বাজার গুলো তা না মেনেই অবাধে ক্রয়-বিক্রয় করছে। এসব বাজার গুলোতে সকাল থেকেই ভিড় জমে থাকে। বাজার এলাকায় আছে মাছ ও সবজি ব্যবসায়ী। প্রতিটি দোকান ঘিরে মানুষের ভিড়। কোথাও কম, কোথাও বেশি ক্রেতা। মানুষ সবজি বাজার,মাছ বাজার গুলোতে ভিড় করায় সামাজিক দূরত্ব অমান্য করা হচ্ছে। করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে সরকারি সিদ্ধান্তে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। কিন্তু এই বাজারগুলোতে তার কোনো বালাই নেই। একে অপরের সঙ্গে শরীর ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করছিলেন ক্রেতারা। বাজারে মানুষ একসাথে বেশি আসায় জায়গার কম থাকার কারনে এসব সমস্যা দেখা যায়।

এসএইচএন/এমএইচআর/এসএমআর