নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলা ভাষা আমাদের স্বাধীনতার চেতনা। ১৯৫২ সালে রক্ত দিয়ে আমরা বাঙালি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছি। বাঙালি সংস্কৃতি রসে ভরপুর। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি সংস্কৃতি রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার রাজধানীর শিল্পকলাতে একাডেমিতে শিক্ষা মেলা ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে । আমরা বাঙালি আমাদের সংস্কৃতি বাংলা । যারা বাঙালি সংস্কৃতিবাদ দিয়ে বিদেশী সংস্কৃতি চর্চা করে তারা দেশপ্রেমিক নয় তারা দেশের শত্রু।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের কবিতা নাটক ছবি নির্মান করতে হবে। তরুণ প্রজন্মের কাছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
দেশ বাসি কে অধিক হারে বাঙালি সংস্কৃতি চার্চার আহবান জানান তিনি। এছাড়া গোলাম দস্তগীর গাজী মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক,রূপগঞ্জ প্রেক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমসহ অনেকে।