ওয়েলিংটন টেস্টের প্রথম দুদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল তৃতীয় দিন খেলা শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ২১১ রানে অলআউট হয়ে যায়। তবে দিনের শেষদিকে বল হাতে আবু জায়েদ রাহি দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন।
কিন্তু চতুর্থ দিনে আজ বোলারদের হতাশাজনক পারফরম্যান্স আর কিউইদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮০ রান তুলতেই টপঅর্ডারের তিনটি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ফলে আগামীকাল পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য।
আজ ম্যাচের চতুর্থ দিনে দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়ে মাঠে নামেন স্বাগতিক ব্যাটসম্যানরা। মাত্র আট রানে দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ৩১ ওভারে ১৭২ রান তুলে ফেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলর। দলীয় ১৮০ রানে তাইজুল ইসলামের বলে উইলিয়ামসন আউট হন ১০৫ বলে ৭৪ করে। এরপর চতুর্থ উইকেট জুটিতে টেইলর ও হেনরি নিকোলস ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৪০.১ ওভারে ২১৬ রান তুলে ফেলেন। ১২৯ বলে ১০৭ রান তুলে নিকোলস আউট হন তাইজুলের দ্বিতীয় শিকার হয়ে। কিন্তু অন্যপ্রান্তে টেইলর ছিলেন মারমুখী। শুরু থেকে শেষ পর্যন্ত একই ধাঁচে ব্যাট করে ২১২ বলে ১৯টি চার ও চারটি ছক্কায় ২০০ রান করে মুস্তাফিজের বলে আউট হন ডানহাতি এ ব্যাটসম্যান। বাংলাদেশ দলের পেসার আবু জায়েদ ৯৪ রান দিয়ে নেন তিনটি উইকেট।
২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দেন তামিম ইকবাল। কিন্তু ট্রেন্ট বোল্টের ঠিক পরের বলেই আউট হয়ে যান বাঁহাতি ব্যাটসম্যান। দলীয় ২০ রানে সাউদিকে ক্যাচ দিয়ে ফিরে যান সিরিজে নিজের ছায়া হয়ে থাকা মুমিনুল হক। বোল্টের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন মাত্র ১০ রান। তৃতীয় উইকেট জুটিতে ওপেনার সাদমান ইসলামকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। কিন্তু আরেকবার ভালো সূচনা পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন সাদমান। ব্যক্তিগত ২৯ রান করে ম্যাট হ্যানরির বলে আউট হন তিনি। দিনের বাকি ৯টি ওভার সৌম্য সরকারের সঙ্গে দেখেশুনে পার করেন মিঠুন। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ৮০ রান। মিঠুন ২৫ ও সৌম্য ১২ রানে অপরাজিত আছেন।
১৪১ রানে পিছিয়ে থেকে আগামীকাল পঞ্চম দিনের খেলা শুরু করবে বাংলাদেশ দল। হাতে থাকা সাত উইকেট নিয়ে ম্যাচ বাঁচানোই হবে টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জ।