নবকুমার:
সারা দেশে বস্ত্র ও পাট খাতকে এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
তিনি বন্ধ থাকা পাটকল চালু করতে বিভিন্ন কারখানা পরিদর্শন করছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে নিয়মিত মতবিনিময় সভা করছেন গোলাম দস্তগীর গাজী। মন্ত্রী কর্মকর্তাদের সততার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন। যার ফলশ্রুতিতে বর্তমানে বস্ত্র ও পাট খাত লাভের মুখ দেখতে শুরু করছে।
পাট জাত পন্য বিদেশে রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। বৃদ্ধি পাচ্ছে পাটজাত পণ্যের নতুন বাজার। নারায়ণগঞ্জের গন্ডি পেরিয়ে গোলাম দস্তগীর গাজী দেশের বিভিন্ন জেলায় সভা সেমিনারে অংশ নিচ্ছেন। বস্ত্র ও পাট শিল্পের উদ্যোক্তাদের দিচ্ছেন নানা ধরণের দিকনির্দেশনা।
গত ১০ মার্চ সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) পরিদর্শনে যান গোলাম দস্তগীর গাজী। সেখানে তিনি নিটারের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন । নিটারের তৈরী বিভিন্ন ডিজাইনের পোশাক ঘুরে দেখেন মন্ত্রী। নিটারের কর্মকতাদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড.মিজানুর রহমান ,মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক প্রমুখ।