নবকুমার:
দেশীয় বস্ত্র খাত কে এগিয়ে নিতে বিদেশী পণ্য ঠেকাতে দেশে দক্ষ ফ্যাশন ডিজাইনার তৈরী করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বুধবার রাজধানীর কাওরান বাজারে বিটিএমসি ভবনে মতবিনিময় সভা মন্ত্রী বস্ত্র অধিদপ্তরের কর্মকর্তাদের এ নির্দেশ দেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে আছে। অচিরেই এটাকে এক নম্বরে আনা হবে।
বস্ত্র অধিদপ্তরের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, যে ডিজাইনের বিদেশী পোশাক আমাদের দেশে আসছে । এটা বন্ধ করতে হবে। জনগণ যে ফ্যাশন পছন্দ করে সেই ফ্যাশন তৈরী করতে হবে। প্রয়োজন হলে বিদেশ থেকে ফ্যাশন ডিজাইনার আনতে হবে। ভাড়ায় না থেকে নিজেদের জায়গায় কাজ করতে হবে। শিক্ষক নিয়োগ এবং যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে।দেশী ক্ষুদ্র শিল্পকে প্রধান্য দিতে হবে। কিভাবে বস্ত্র শিল্পের বাজার সৃষ্টি করা যায় সেই লক্ষে কাজ করতে হবে সবার।
তিনি আরো বলেন,নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জ বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। এখানে অনেক ছোট ছোট কারখানা গড়ে উঠছে। এগুলোকে রক্ষা করতে হবে। অনেক বিদেশী পোশাকের ফ্যাশন আমাদের ফ্যাশনম্যানরা তৈরী করতে পারে না সেটা শিখতে হবে ।
এছাড়া মন্ত্রী মাঠ পর্যায়ে শিল্প উদ্যোগক্তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন। এ বৈঠক যে কোন সময় অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান , অতিরিক্ত সচিব রীনা পারভীন,মন্ত্রী বিশেষ সহকারী এমদাদুল হকসহ বস্ত্র অধিদপ্তরের সকল কর্মকর্তা বৃন্দ।