সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সাথে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ান। গতকাল মন্ত্রণায়লয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সম্পর্কে জানা গেছে পাট জাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও কর্মসংস্থান কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে । বৈঠকে চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মন্ত্রণালয়ের কর্মকর্মতাদের দিকনির্দেশনা দিয়েছে বলেন, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে সবাই কে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। যার বিরুদ্ধে অনিয়ের অভিযোগ উঠবে তাকে কঠোর শাস্তি দেয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান সহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।