আজ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক

নবকুমার:

একাদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ শ্রাবণ,৩০ জুলাই) সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি- সভাপতি মির্জা আজম, কমিটির সদস্য  ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রঞ্জিত কুমার রায়, নজরুল ইসলাম চৌধুরী, বেগম শাহীন আক্তার, আবদুল মোমিন মণ্ডল এমপি । এছাড়া আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রীনা পারভীন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে , বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমানে চলছে পাটের মৌসুম। পাট ক্রয় বিক্রয়ের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। কোন চাষী যাতে পাট বিক্রি করতে এসে দালাল চক্রের হয়রানীর শিকার না হয় সে দিকে লক্ষ রাখতে স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।

স্পন্সরেড আর্টিকেলঃ