আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বসত ভিটায় ফিরে পূজা করতে চায় নাওড়াবাসী

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে বসতভিটায় ফিরে শারদীয় দূর্গোৎসব করতে চায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়ার কয়েকশ’ সংখ্যালঘু সনাতন পরিবার। কিন্তু কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিদস্যু রফিক ওরফে আন্ডা রফিক পূজামন্ডপ তৈরি ও উৎসবের আয়োজনে বাধা দিচ্ছেন। এমনকি তাদের বসতভিটেয়ও ফিরতে দিচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন নাওড়ার কয়েক শ’ হিন্দু পরিবার। শান্তিপূর্নভাবে পূজা উদযাপন ও বসত ভিটায় ফিরে যেতে ওই এলাকাবাসী প্রধানমন্ত্রী, স্থানীয় এমপির সহযোগিতা চেয়ে মানব বন্ধন করেছে।  গতকাল বৃহস্পতিবার  বিকালে রূপগঞ্জ থানার সামনে বিকে রায় বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী।

বক্তব্য রাখেন-আওয়ামী লীগ নেতা  রবি রায়, কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সুব্রত সরকার, নারায়ণ চন্দ্র, তপন বাবু, কায়েতপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক মেম্বার মহিউদ্দিন, শাহীন আলম খান, যুবলীগ নেতা আমির হোসেন স্বপন, শহিদুল ইসলাম খোকন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহিদা বেগম, হাসি আক্তার, সাফিয়া খাতুন, নাসিমা আক্তার ,  নারগিস আক্তার, আরজুদা আক্তার, ইসমত আরা, শিখা রানী, চন্দ্রনা, ববিতা, ঝর্না রানী, তুলসি রানী, নলিতা রানী, বেবী ভৌমিক, শৈবা রানী দে প্রমুখ।

জাহেদ আলী বলেন, কায়েতপাড়ার অবৈধ চেয়ারম্যান, ভুমিদস্যু  আন্ডা রফিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দফতরে লিখিত অভিযোগ দেয়া সত্বেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। নাওড়া গ্রামে ৩টি পূজা মন্ডপে পূজা হতো। এবার আন্ডা রফিক নাকি একটি মন্ডপ করার নির্দেশ দিয়েছে। এর বেশী মন্ডপ করা হলে দেশ ছেড়ে পালাতে হবে সংখ্যালঘুদের হুমকি দিচ্ছেন ওই ভূমিদস্যু। বিকে রায় বিধান বলেন,আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে আমাদের এলাকা ছাড়া করা হয়েছে। একটি মন্ডপে পূজা করতে পারবো। বেশী করলে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে বলে হুমকি দিচ্ছে।

স্পন্সরেড আর্টিকেলঃ