আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্তমান কমিশনের কোন অভিজ্ঞতাই নাই- এড. সাখাওয়াত

আদালত প্রতিবেদক
আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন পরিচালনা করলে আইনজীবীদের অধিকার থেকে বঞ্চিত করা হবে বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, নির্বাচণী অনুষ্ঠান করার জন্য বর্তমান কমিশনের কোন অভিজ্ঞতাই নাই। আইনজীবীদের স্বার্থে নির্বাচণ সুষ্ঠ করা নির্বাচণ কমিশনের দায়িত্ব কিন্তু মেরুদন্ডহীন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত হুমায়ুন-জাকির প্যানেলের প্রার্থীদের নিয়ে প্রচারণা শেসে এসব কথা বলেন।

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট জাকির হোসেন, এডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী, সভাপতি প্রার্থী সরকার হুমায়েন কবির, সেক্রেটারী প্রার্থী আবুল কালাম আজাদ জাকির, সহ-সভাপতি এডভোকেট রফিক আহমেদ, সহ-সভাপতি এডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলম খান, কোষাধ্যক্ষ এডভোকেট শাহাজাদা দেওয়ান, আপ্যায়ণ সম্পাদক এডভোকেট আহসান হাবিব ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, ক্রীড়া সম্পাদক এডভোকেট জিয়া উদ্দীন আহমেদ প্রমুখ।

আরকেএন/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ