সংবাদচর্চা ডটকম:
মহাসমারাহে রূপগঞ্জ উপজেলার বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এসময় গোলাম দস্তগীর গাজী বলেন, লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের বিনোদনেরও প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে মাদক হতে তরুণ প্রজন্মকে দুরে রাখা সম্ভব।
তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আলতাব হোসেনের সভাপতিত্বে ক্রীড়ার উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার জায়েদা আখতার,সহকারি শিক্ষা অফিসার রাবেয়া ইয়াসমিন, এড.আলী আহমেদ ভূইয়া, ইউপি সদস্য ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা রঞ্জু ,বাদল,মহিউদ্দিন,আলমগীর হোসেন, জসীম গাজী,আশিক,।