আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরাবতে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন করলেন হাছিনা গাজী

নবকুমার:

তারাব পৌর সভার বরাব এলাকায় ডিওয়াটাস ,ড্রেনেজ ও ফুটপাতের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) সকালে রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের  সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী এই কাজের উদ্বোধন করেন। জানা গেছে ড্রেনেজ ও ফুটপাত নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৫৭হাজার ২৫৫ টাকা। তার মধ্যে তারাব পৌর সভা দেবে ২ লাখ ৭১ হাজার ৪২৫ টাকা । দুস্থ স্বাস্থ্য কেন্দ্র দেবে (ডিএসকে) ১০ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা।

এছাড়া ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মানের মাধ্যমে বরাববাসীর দীর্ঘ দিনের দাবি পূরন করে আরেক ধাপ এগিয়ে গেলেন মেয়র হাছিনা গাজী। এখন থেকে আর কোন জলাবদ্ধতা সৃষ্টি হবে না ঐ এলাকায়।