আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরপাতে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দিকনির্দেশনায় বুধবার (৫ মে) দুপুরে তারাব পৌরসভার বরপা এলাকায় ফকির নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আক্তারুজ্জমানের উদ্যোগে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর মাহফুজা আক্তার, ফকির নিটওয়্যারস লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ মাশুক উল ইসলাম ,৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল গাফফার ভুঁইয়া রাসেল,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া লিথেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মাহাবুব আলম ভুঁইয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।