আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্ধ হতে পারে নারায়ণগঞ্জের স্কুল-কলেজ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জসহ সারা দেশে করোনা পরিস্থিতি যদি খারাপ দিকে মোড় নেয়, স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হতে পারে।  এমন আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সেই পরিস্থিত এখনো তৈরী হয় নাই।

ওবায়দুল কা‌দের ব‌লেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমাদের দেশে করোনা পরিস্থিতি যদি খারাপ দিকে মোড় নেয়, স্কুল- কলেজ বন্ধ করে দেয়ার মত পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে অবশ্যই সেটি করা হবে। আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। তিনি যথাযথ ব্যবস্থা নিবেন। এসময় শিক্ষা মন্ত্রী ডাক্তার দিপু মনি উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ব‌লেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগে ভিডিও কনফারেন্সের কথা বলেছেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাতে সাড়া দিয়েছে। আমি যতটুকু জানি পাকিস্তান এখনো সাড়া দেয়নি। তাতে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

শনিবার ( ১৪ মার্চ) দুপু‌রে ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লী‌গের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি কর্মসূ‌চি‌তে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

এদিকে দেশে প্রথম ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত্রের মধ্যে দুই জন নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা সুস্থ আছেন।

তাছাড়া নারায়ণগঞ্জে করোনা প্রতিরোধে বিভিন্ন স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধি , প্রশাসন , মসজিদের ইমাম মতবিনিময় সভা করেছে। তারা মাস্ক এবং প্রচারপত্র বিতরণ করছে।