আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্ধ হচ্ছে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্র

করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে নারায়ণগঞ্জের ২ জন আক্রান্ত হয়েছে। দেশে একজনের মৃত্যুও হয়েছে। করোনা প্রতিরোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে এরই মধ্যে। রাষ্ট্রীয় ঘোষণায় স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। বন্ধ হয়েছে সিনেমা হল। এবার বন্ধ হলো বিনোদন কেন্দ্র । নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বাংলার তাজমহল, সোনারগাঁ জাদুঘর, জিন্দা পার্ক, রূপগঞ্জের মুড়াপাড়া জমিদার বাড়ি, সাওঘাট এলাকার সুবর্ণ গ্রাম,ফান্ডলেন্ড পার্ক, পানাম নগরী, মেঘনার চর। এর মধ্যে মাত্র  সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদউল্লাহ বন্ধ ঘোষণা করে তাদের নিজস্ব ফেইসবুকে এ স্ট্যাটাস দেন। বাকী বিনোদন কেন্দ্র গুলো বন্ধ করা হয়নি। সেখানে লোকসমাগম  হচ্ছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক রবিউল ইসলাম জানিয়েছে , ফাউন্ডেশন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে অফিস কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

স্পন্সরেড আর্টিকেলঃ