আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

বন্দুকযুদ্ধ

 

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে চলমান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে আড়াইহাজারে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাচ্চু খান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও বিদেশী অস্ত্র। মঙ্গলবার (২২ মে) সকালে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকা নামক স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান রাজধানী ঢাকার উত্তরার উত্তরখান এলাকার আশরাফ খানের ছেলে। এ সময় মাদক ব্যবসায়ের কাজে তাদের ব্যবহৃত একটি নিশান জিপ গাড়িও উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য রুপগঞ্জের ৩ শ’ ফিট এলাকায় র‌্যাব টহল দিচ্ছিল। এ সময় র‌্যাব একটি নিশান জিপ গাড়িকে থামানোর জন্য সংকেত দেয়। জিপ গাড়িটি র‌্যাবের ব্যারিকেড ভেঙ্গে পালানোর চেস্টা করে। পরে র‌্যাবের দল আড়াইহাজার উপজেলার শিমুলতলীতে জিপ গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা ৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে । আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বাচ্চু নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। পালিয়ে যায় ২ জন। এ সময় আক্কাস আলী নামে ১ র‌্যাব সদস্য আহত হন।
র‌্যাব ১১ এর কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি এমএ হক জানান। বর্তমানে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া জানান, লাশের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

সর্বশেষ সংবাদ