আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দর উপজেলা চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ক্যাটাগরিতে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় -২০১৯ সালে বন্দর উপজেলা চ্যাম্পিয়নদের  পুরস্কার বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলা অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশীদ,মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নূরুল আমিন, কদম রসুল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন, হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মজহার, বন্দর র্গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।