বন্দর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৯ মে) নির্বাচনের এই তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩১ মে। প্রতীক বরাদ্দেন দিন থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।
এর আগে গত ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার এই ৩ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া সদর উপজেলায় সীমানা জটিলতায় মামলা থাকায় নির্বাচন অনিশ্চিত।