আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে ৫ জেলেকে জরিমানা

ইলিশ মাছ ধরার অপরাধে বন্দরে ৫ জেলেকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকারের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ২৫ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় ৫ জেলেকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ সময় ২৫ লাখ টাকা মূল্যের জব্দকৃত ২ লাখ ৪০ হাজার বর্গমিটারের কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ