সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৩ নারী কে যৌনকর্মী আখ্যা দিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামী কে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারী সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে প্রধান আসামী বন্দর ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডর সদস্য ইউসুফ আলীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
আদালতে এর আগে ঘোষণা মোতাবেক নির্যাতিত নারীদের পক্ষে ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু। বিপরীতে আসামীর পক্ষে কোন আইনজীবী এদিন ছিলেন না।
এর আগে তিন নারীকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। নির্যাতিত ফাতেমা আক্তার ফতেহ বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বন্দর থানায় ওই মামলাটি দায়ের করেন। এতে স্থানীয় ইউপি মেম্বার ইউসুফ সহ ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০ জনকে আসামী করা হয়েছে। পুলিশ প্রধান আসামী ইউসুফকে রাতেই গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার হওয়া ওই ৩ নারী হলেন বন্দর ইউনিয়নের দক্ষিন কলাবাগ খালপাড়ের মৃত মফিজ উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম ওরফে ফতেহ (৫০), বন্দর শাহী মসজিদ এলাকার বাছেদ আলীর মেয়ে আসমা বেগম (৩৫) ও বুরুন্দি এলাকার বকুল মিয়ার স্ত্রী বানু বেগম (৩০)।