নিজস্ব প্রতিবেদক: বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামী ও ৩ মাদকসেবীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। ৩০ অক্টোবর সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এলাকার আলিম মৃধা ছেলে বন্দর থানার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাসেল মৃধা (৩০), একই থানার দড়ি সোনাকান্দা এলাকার বরজাহান মিয়ার ছেলে বন্দর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দ্বীন ইসলাম (২৮) ও বন্দর জামাইপাড়া এলাকার মশিউর রহমান মিয়ার ছেলে বন্দর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেন সজীব (২৪)।
এছাড়াও পুলিশ একই রাতে লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে ৩ যুবককে আটক করেছে। অপরধৃতরা হলো সিদ্ধিরগঞ্জ আরমবাগ এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে মাদকসেবী ফয়সাল (২২), একই এলাকার মকবুল হোসেন মিয়ার ছেলে মনির (২৪) ও লক্ষনখোলা এলাকার জমির উদ্দিন মিয়ার ছেলে অপর মাদক সেবী তাহেরুল (২২)।