আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

সংবাদচর্চা অনলাইনঃ

বন্দর উপজেলার নবীগঞ্জ গার্লস স্কুলের পশ্চিম পাশে জিএ রোডে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দর থানা পুলিশ। এসময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।  

মঙ্গলবার ২৩ শে জুন রাত পৌনে বারোটায় মাদক বিক্রির জন্য অবস্থানরত অবস্থায় বন্দর থানা পুলিশের ওসি তদন্ত আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৯৫ বোতল ফেন্সিডিলসহ শ্যামল চন্দ্র মন্ডল(৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দর থানা পুলিশের একটি টিম।

আটক হওয়া শ্যামল বন্দর আমিন আবাসিক এলাকার ২ নং গলির শিউলি রানী দেবনাথের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়। মাদক ব্যবসায়ী শ্যামলের নিকট হইতে কালো রঙের দুটি ব্যাগ উদ্ধার করে । যার একটির মধ্যে ২০০ বোতল ফেনসিডিল ও অপরটির মধ্যে ১৯৫ বোতল ফেন্সিডিল ছিল যার সর্বসাকুল্য মূল্য প্রায় ৫ লক্ষ ৯২ হাজার টাকা। 

এ সময় অপর দুজন মাদক ব্যবসায়ী দুলাল(৩৪) ও আমিন আবাসিক এলাকার ২ নং গলির হক সাহেবের বাড়ির দুই তলার ভাড়াটিয়া আলি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অপর দুইজন মাদক ব্যবসায়ী দুলাল ও আলীকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচলনা করা হচ্ছে। 

এ বিষয়ে বুধবার ২৪ জুন বন্দর থানায় একটি মামলা দায়ের হয় যার নম্বর-২০।

স্পন্সরেড আর্টিকেলঃ