বন্দর প্রতিনিধি:
বন্দরে সড়ক র্দূঘটনায় অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা জলিল (৫৭) নিহত হয়েছে।
সোমবার সকালে বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ মাহমুদনগর এলাকায় এ র্দূঘটনাটি ঘটে।
নিহত অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা জলিল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মিছরীপুর বাসাটি এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।
এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ ঘাতক মাইক্রো চালককে আটক করে।
আটককৃত চালক সুলতান সিকদার (৫০) বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকার রহম আলী মিয়ার ছেলে।
জানা গেছে, বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ পিএম রোড এলাকার বেগম রাইস মিলের মালিকের বাড়ী ভাড়াটিয়া ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জলিল মিয়া সোমবার ভোরে হাটতে বাড়ী থেকে বের হয়।
পরে তিনি সকাল সাড়ে ৭টায় তিনি পায়ে হেঁটে মাহামুদনগর এলাকায় আসলে ওই সময় ঢাকা মেট্রো চ- ১৫৪৫৭২ নাম্বারে একটি হাইস গাড়ী আচমকা তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়।
পরে আহত অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে সে মৃত্যু বরণ করেন।
এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ তরিকুল ইসলাম জুয়েল জানান এ ব্যাপারে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবং আটককৃত চালককে ৫৪ ধারায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।