আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

সংবাদচর্চা রিপোর্ট:

বন্দরে কাভার ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ১ জন  আহত হয়েছে । বুধবার   ৯ অক্টোবর বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহরে  এ ঘটনা ঘটে । নিহত মোহাম্মদ মুন্না (২২) নাসিক ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আহত মোহাম্মাদ পাভেল (১৫) একই ওয়ার্ডের হরিপুর এলাকার নুরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।

আহত পাভেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মদনপুর টু মদনগঞ্জ সড়কের ২৭নং ওয়ার্ডের ফুলহর জামাল উদ্দিন সাহেবের বালুর মাঠের সামনে কাভার ভ্যানের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের পরেই কাভার ভ্যানের চালক ও সহাকারি পালিয়ে যায়। গাড়ি নং ঢাকা মেট্রো-উ ১১-১৬১৩। হতাহতের ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা পরিত্যাক্ত টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় দেড় ঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকার পর ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসতিয়াক রাসেল সহ সঙ্গীয় ফোর্স বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে বেরিক্যাড উঠিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আটক কাভার ভ্যানটিকে হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ