আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে সরকারি জায়গা দখলের অভিযোগ

বন্দর প্রতিনিধি
বন্দরের মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহর থেকে মাহাবুব এর বাড়ি (খালপাড়) পর্যন্ত প্রায় ৭০০ শত ফুট আরসিসি ঢালাই রাস্তার পাশে অবস্থান করা নাজিরের বাড়ি থেকে মাহাবুবের বাড়ি পর্যন্ত প্রায় ৩৩ ফুট সরকারী হালটের জায়গা অবৈধভাবে দখল করে ব্যক্তিগত দেয়াল নির্মাণ করা হচ্ছে এবং যার ফলে ফুলহর এলাকার হাজারো মানুষের চলাচলের প্রতিবন্ধকতা তৈরী হবে বলে ফুলহরের স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ফুলহরের সন্নিকটে ইসলামিয়া সুপার মার্কেট থাকায় সেখানে নিত্যপ্রয়োজনীয় পন্য ও দ্রব্যসামগ্রী পাইকারী ও খুচরা কেনার জন্য অত্র এলাকার সাধারন মানুষ উক্ত হালট দিয়ে সহজে যাতায়াত করে থাকে। দেয়াল নির্মাণ হওয়া জায়গায় মোট ৪৫ফুট সরকারি হালোট রয়েছে, যেখানে ১২ফুট রাস্তার কাজে ব্যবহার করা হয়েছে এবং অবশিষ্ট ৩৩ফুট রাস্তার দুই ধারে হালোট হিসেবে অব্যবহৃত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অত্র এলাকার কয়েকজন ক্ষমতাশালী ব্যক্তিদের ছত্রছায়ায় উক্ত ইসলামিয়া সুপার মার্কেট কমিটি নিজেদের মার্কেটের প্রয়োজনে উক্ত হালটের জায়গা দখল করে দেয়াল নির্মান করছেন। ইতিমধ্যে পিলারের কাজ সম্পন্ন হওয়ার পথে এবং ইট আনা হয়েছে, অল্প সময়ের মধ্যেই দেয়াল নির্মাণ কাজ শেষ হবে বলে সরেজমিনে দেখা মিলেছে। স্থানীয়রা আরও জানান, এ বিষয়ে অত্র ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল নিরব ভূমিকা পালন করছেন এবং এজন্য এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বিষয়টি নিয়ে ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি নিয়ে আমি অবগত নই। এলাকাবাসী শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। আমি নিরব নই। আমি কয়েকদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ। বিষয়টি আমাকে কেউ জানায়নি। জানলে আমি অবশ্যই বিষয়টি তদারকি করতাম। সরকারি হালোট দখল করে কেউ কোন স্থাপনা নির্মাণ করতে পারেনা। এটা আইনের পরিপন্থি। বিষয়টি আমি সরেজমিনে দেখে ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে অত্র মার্কেট কমিটির ম্যানেজার জানান, দেয়াল নির্মাণ করা হচ্ছে কথাটা ঠিক। কিন্তু এটা মার্কেটের নিরাপত্তার স্বার্থে। তবে এই জায়গাটি মার্কেটের কিনা বা সরকারি হালোট কিনা তা মেপে দেখলে নিশ্চিত বলা যাবে। এ বিষয়ে আমি নিশ্চিত নই।