আজ শনিবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে রাতের আধারে বাল্য বিবাহ পন্ড করে দিয়েছে ভ্রাম্যমান আদালত

বন্দরে রাতের আধারে বাল্য

বন্দরে রাতের আধারে বাল্য

 

বন্দর প্রতিনিধি:
রাতের আধারে বাল্য বিবাহ অনুষ্ঠান পন্ড করে দিয়েছে বন্দরে ভ্রাম্যমান আদালত।
গত বুধবার রাতে এলাকাবাসী সংবাদের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুরস্থ ইস্পাহানী এলাকার কানা গফুর মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে অভিযান চালিয়ে এ বিবাহ পন্ড করে।
জানা গেছে, বন্দর থানা ২৩ নং ওয়ার্ডের একরামপুরস্থ ইস্পাহানী এলাকার কানা গফুর মিয়া বাড়ী ভাড়াটিয়া স্বপন হালদারে বড় জামাতা কামাল মিয়া তারেই শ্যালিকা ১৩ বছরের অবুঝ মেয়ে সাথী আক্তারের সাথে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার নেতা বাজার এলাকারমৃত জাকির হোসেনের ছেলে আহসান (২৫) এর সাথে বিয়ে ঠিক করে।
মেয়ের বয়স কম হওয়ায় চতুর ভগ্নিপতি কামাল মিয়া এলাকাবাসীর চোখে ধূলা দিয়ে বুধবার রাত ৮টায় ইস্পাহানী এলাকার কানা গফুর মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে গোপনে বিয়ের আয়োজন করে। বিষয়টি ইস্পাহানী এলাকার সচেতন মহলের নজরে পরলে তারা দ্রুত বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী দ্রুত ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ পন্ড করে। ভ্রাম্যমান আদালতের আগমনের উপস্থিতি টের পেয়ে ভগ্নিপতি কামাল কৌশলে পালিয়ে যায়।