বন্দরে যুবকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ২২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে বন্দর উপজেলার কাইতাখালি এলাকায়। জানা গেছে মাত্র ৫‘শ টাকা নিয়ে বিরোধ। আর এই বিরোধের জের ধরে মিশর (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মিশর উপজেলার নোয়ার্দার মৃত শফিউদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই সানি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দেলোয়ার হোসেনের ছেলে মিঠু (২৭), মঞ্জুর হকের ছেলে মুন্না (১৯), শাহ্ আলমের ছেলে সাকিব (১৮), আলী হোসেনের ছেলে জিসান (২০)। এদিকে বংগার ছেলে শায়ন (১৯) পলাতক রয়েছেন। এরা সকলেই বন্দরের নোয়ার্দা এলাকার বাসিন্দা।
বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের ভাই সানি বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহার নামীয় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।