আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের পাশে ব্রহ্মপুত্র নদীতে লাশটি ভাসছে এলাকাবাসীর এমন সংবাদে সেটি উদ্ধার করে পুলিশ। নিহতের পড়নে ছিল একটি প্যান্ট ও লাশটি অর্ধগলিত।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নদীতে লাশ ভাসছে এমন সংবাদে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মনে হচ্ছে লাশটি কয়েকদিন আগের হবে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।