আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান

বন্দরে মাদক ব্যবসায়ী

বন্দরে মাদক ব্যবসায়ী

 

বন্দর প্রতিনিধি:
বন্দরে ভ্রাম্যমান আদালত হৃদয় (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করেছে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী এ সাঁজা প্রদান করেন।
জানা গেছে, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইন্সপেক্টর তরিকুল ইসলাম জুয়েলসহ সঙ্গীয় র্ফোস বুধবার সকালে বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়।
অভিযান চলাকালে পুলিশ ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শান্তিনগর এলাকার ফকির চাঁন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী হৃদয়কে গ্রেপ্তার করে। পরে ফাঁড়ী ইনর্চাজ তরিকুল বিষয়টি বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে এসে আটককৃত মাদক ব্যবসায়ী হৃদয়কে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করে।
এ রির্পোট লেখা পর্যন্ত সাঁজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হৃদয়কে ওই দিন দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।