আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে মাদকাসক্ত পুত্রের অত্যাচারে গৃহহীন অসহায় বৃদ্ধ

বন্দরে মাদকাসক্ত

বন্দরে মাদকাসক্ত

স্টাফ রিপোর্টারঃ
বন্দর উপজেলাধীন নাসিক ২৭নং ওয়ার্ডের ফুলহরে মাদকাসক্ত পুত্র রহম আলী ও তার সহযোগীদের আক্রমনে গুরুত্বর আহত হয়ে এবং তাদের অত্যাচারে সোলেমান মিয়া নামে এক অসহায় বৃদ্ধ গৃহহীন হয়ে পড়েছে বলে ১৮/০৪/১৮ তারিখে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার দিন আহত বৃদ্ধ সোলেমান মিয়া (৭০) পিতাঃ মৃত মুনসুর আলী বাদী হয়ে ১. রহম আলী (৩০), পিতাঃ সোলেমান মিয়া, ২. বাদশা মিয়া (৫০), পিতাঃ মোসলেম উভয়সাং-ফুলহর, থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে এবং ভূক্তভোগী সোলেমান মিয়া’র সাথে কথা বলে জানা যায়, তার পুত্র রহম আলী একজন মাদকসেবী। মাদকে আসক্ত হয়ে প্রায়ই সে তার পিতা সোলেমান মিয়াকে অত্যাচার করে থাকে। ঘটনার দিন সকাল আনুমানিক ১০টায় উভয় বিবাদী বাদীর গৃহে প্রবেশ করে এলোপাথারীভাবে আঘাত করে তাকে গুরুত্বরভাবে আহত করে ও সম্পত্তির লোভে বৃদ্ধ পিতাকে ঘর থেকে বের করে দেন এবং তার ব্যবহৃত সকল আসবাবপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন। তারপর থেকে বৃদ্ধ সোলেমান আশ্রয়হীন হয়ে পড়েন। বৃদ্ধ’র সম্পত্তি অবৈধভাবে দখল করতে তার পুত্র রহম আলী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে প্রায়ই পিতার উপর এ অমানুষিক নির্যাতন চালান বলে সাংবাদিকদের জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, অভিযোগ পাবার সাথে সাথে ফোর্স ঘটনাস্থলে পৌছান এবং বৃদ্ধকে তার ঘরে ফিরিয়ে দিয়ে আসেন। জায়গা সংক্রান্ত বিষয়ে যদি কোন মামলা বা অমীমাংসীত বিষয় থাকে তার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সোলেমান মিয়া তার গৃহে সসম্মানে থাকবেন বলে বাড়ীর অন্য সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।