সংবাদচর্চা রিপোর্ট:
বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর সদস্যরা অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবু তাহের (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে বন্দরের বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৪(৭)১৮।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী আবু তাহের মদনগঞ্জ পিএম রোড এলাকার মৃত আকবর আলী মিয়ার ছেলে। মাদক মামলায় শুক্রবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।