আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে বেহাল রাস্তা

বিশেষ সংবাদদাতা :

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা হইতে কলাগাছিয়া পর্যন্ত সড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে অল্প বৃষ্টি হলেই বিশেষ করে কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর, ঘারমোড়া, শুভকরদী এলাকার প্রধান রাস্তাটি পানিতে তলিয়ে যায়। প্রতিদিন হাজারো মানুষের পথ চলার এই রাস্তাটি যেন বৃষ্টির দিনে অন্যরকম ভোগান্তিতে পরিনত হয়। রাস্তাটির দুই পাশে রয়েছে দোকানপাট ও আবাসিক এলাকা।

এছাড়া রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ নানা প্রতিষ্ঠান। রাস্তাটি বেহাল অবস্থায় থাকার পরও প্রতিদিন মারাত্নক ঝুকিনিয়ে এ সড়ক দিয়ে শত শত বিভিন্ন প্রকার ভারী যানবাহনে চলাচল করছে। এসব যান বাহন প্রতিদিন এ রুট দিয়ে চলাচল করার কারনে কোন না কোন স্থানে দূঘটনা ঘটিয়ে সাধারন মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। ৩ কিলোমিটার রাস্তার অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বর্ষা মৌসুমে অতিরুক্ত বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

স্পন্সরেড আর্টিকেলঃ