আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে বিস্ফোরণে নিহত ১

 নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে জামাল জুট বেলিং সংলগ্ন বুলবুল ট্রেডার্স প্রেস হাউজের হাইড্রলিক প্রেসার পাইপ বিস্ফোরণে মোহাম্মদ আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২১ জানুয়াির) দুপুরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী শরিয়তপুর জেলার সখিপুর থানার তারা বুনিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে ও বন্দরের কবিলের মোড় এলাকার রইস উদ্দিন হিরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বাচ্চু মিয়ার মালাকানাধীন বুলবুল ট্রের্ডাসের প্রেস হাউজে পাটের বেলিং করার সময় হাইড্রলিক প্রেসের প্রেসার পাইপ বিস্ফোরণ হয়ে শ্রমিক মোহাম্মদ আলী উপরে পড়ে। তার কোমরে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পায়। 


অন্য শ্রমিকরা তাকে দ্রুত নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল রেকর্ড করে মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।