সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে নজরুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ। ২৫ জুলাই বন্দর উপজেলার মালিবাগ মোল্লাবাড়ি এলাকায় বিলের মধ্যে থেকে নজরুল ইসলামের লাশ উদ্বার করে পুলিশ।
নিহত নজরুল ইসলাম মালিবাগ মোল্লাবাড়ি হবিবুর ইসলাম মোল্লার ছেলে। তারা ৩ ভাই ১ বোন, নজরুল মেজ । ২৪ ই জুলাই দিবাগত রাতে ঘর থেকে বেরহওয়ার পর আর ঘরে ফিরেনি, অনেক খুজাখুজির পর ও পায়নি, এক লোক বাড়ির পাশে বিলে গরুর গাস কাটতে গেলে পানিতে লাশটি বাসতে দেখতে পায় ,সে ভয় পেয় স্থানিয় বিল্লাল মেম্বারের কাছে জানায়, পরে মেম্বার কামতাল তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান কে জানালে সে ফোর্স নিয়ে ঘটনস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ বিক্টোরীয়া হাসপাতালে (মর্গে) পাঠানো হয়।