বন্দর প্রতিনিধি:
বন্দরে অভিযান চালিয়ে ২ নারী মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১’শ ৪৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বন্দর থানার দিঘলদী ও বনগন এলাকা থেকে এদেরকে ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬৫(৮)১৮ ও ৬৭(৮)১৮।
থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে বন্দর থানার এএসআই ইলয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ দীঘলদী এলাকার মাদক ব্যবসায়ী সাঈদের বাড়ীতে মাদক উদ্ধারের অভিযান চালায়।
অভিযান চলাকালে পুলিশ ৩৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাঈদ মিয়ার মা কমলা বেগম (৫০) ও তার স্ত্রী সেলিনা বেগম (২৬) একই এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে আরিফ (১৯) আব্দুল রব মিয়ার ছেলে আলাল (৩০) ও একই থানার হাজরাদী চাঁনপুর এলাকার মজিবর মিয়ার ছেলে আলমগীর (২৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী সাঈদ কৌশলে পালিয়ে যায়।
এ ছাড়াও বুধবার রাতে ধামগড় ফাঁড়ী পুলিশ মদনপুর টু মদনগঞ্জ সড়কের বনগনস্থ পায়েলের তুলার প্রেসের সামনে অভিযান চালিয়ে ১’শ ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফতুল্লা থানার ফাজিলপুর এলাকার খলিলুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সিফাত হোসেন শাওন (২২) ও একই এলাকার মনির শেখ মিয়ার ছেলে অপর ইয়াবা ব্যবসায়ী বাবু (২১)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।