নারায়ণগঞ্জের বন্দরে নারী মাদক ব্যবসায়ী শান্তি বেগম(৩২)কে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলার শাহী মসজিদ দত্তবাড়ী বউবাজার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার শান্তি বেগম থানার দত্তবাড়ী বউবাজার এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান,বন্দর শাহীমসজিদ দত্তবাড়িস্থ বউবাজার এলাকার শান্তি বেগম দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা করে আসছে। গত রবিবার দুপুর সোয়া ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬’শ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬হাজার টাকা উদ্ধার করা হয়।