আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে নারী পুরুষের লড়াই

বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে । ৯ মার্চ (সোমবার) বেলা ১২টায় বন্দর উপজেলা নির্বাচন অফিসার সাইবুর রহমান এ প্রতিক বরাদ্দ দেন। ওয়ার্ডটি এবার নারী পুরুষের লড়াই হবে। উপ-নির্বাচনে ২জন প্রার্থী মেম্বার পদে অংশগ্রহণ করছে। এরা হলেন প্রয়াত ইউসুফ মেম্বারের স্ত্রী রত্মা বেগম। তিনি ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।  অপর প্রার্থী ইমন তালা প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করছে।  আগামী ২৯ মার্চ এ ওয়ার্ডে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ মিয়া স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় ওয়ার্ডটি শূন হয়ে যায়।

জানা গেছে, বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হলো ৪ হাজার ৮০০ ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ২৩৭৬ আর মহিলা ভোটার সংখ্যা হলো ২৪৩৯ জন। নির্বাচনের প্রতিক পেয়ে প্রর্থীরা প্রচার প্রচারনায় নেমে পরেছে।

সর্বশেষ সংবাদ