আজ মঙ্গলবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী

নারায়ণগঞ্জ বন্দরে “নিয়ম মেনে অবকাঠামো করি,জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ইং উপলক্ষে আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৩অক্টোবর রোববার সকালে বন্দর উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত র‌্যালীটি বন্দর উপজেলা চত্বর হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়াররম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়াররম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়াররম্যান সালিমা হোসেন শান্তা।

বন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আফিফা খান মদনপুর ইউনিয়ণ পরিষদ চেয়াররম্যান গাজী মোহাম্মদ এমএ সালাম,উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা মনিরুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল কাদের,উপজেলা পরিসংখ্যান অফিসার রফিকুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন প্রমুখ।

এর আগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা বন্দর উপজেলা অডিটোরিয়ামে সরাসরি সম্প্রচার করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ