আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুকে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:   নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধুকে প্রাননাশের হুমকি দিয়েছে স্থানীয় এক সন্ত্রাসী। এঘটনায় বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ নগর এলাকার আবুল কালামের স্ত্রী মায়ানুর বেগমের সাথে একই এলাকার হোসেন উল্লাহর ছেলে জিয়াউদ্দিন (জি এম) এর সাড়ে ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল।আবুল কালামের স্ত্রী মায়ানুর বেগম দীর্ঘ ২০ বছর পূর্বে মৌজাস্থিত এসএ-২৪৯, ২৫০, আর,এস-৭৫৬, ৭৫৭ দাগে নাল ও ভিটি জমি সাড়ে ১৬ শতাংশ জমির মালিক দখলদার হিসেবে র্দীঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসছিল।কিন্তু বর্তমানে সেই দাগে গৃহবধু মায়ানুর বেগমের পার্শ্ববর্তী বাসিন্দা উপরোল্লেখিত আসামী ও স্থানীয় সন্ত্রাসী জিয়াউদ্দিন (জি এম) জমিটি দখলের চেষ্টা করে এবং ওই সম্পত্তির কিছুটা ভিতরে জোরপূর্বক দেয়াল নির্মান করে।

এব্যাপারে গৃহবধু মায়ানুর বেগম ও তার পরিবারের সদস্যরা সন্ত্রাসী জিয়াউদ্দিন (জি এম) কে বাঁধা দিতে গেলে সে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে গৃহবধু মায়ানুর বেগম ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এঘটনায় গৃহবধু মায়ানুর বেগম গত ২ ডিসেম্বর শনিবার বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার নং-৬৪।

গৃহবধু মায়ানুর বেগম আরো জানান, আমি পারিবারিক কাজে আমার দেশের বাড়ীতে গেলে সন্ত্রাসী জিয়াউদ্দিন (জি এম) আমার অনুপস্থিতিতে আমার জমির সীমানার অধিকাংশ জায়গা জুড়ে দেয়াল নির্মান করে ফেলে এবং বালু ও মাটি ভরাট কাজ করতে থাকে।এদিকে বাড়ী ফিরে তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে মেরে ফেলার জন্য এমনকি তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্নভাবে ক্ষতি করার হুমকী প্রদান করে।

পরে স্থানীয়ভাবে এঘটনার মীমাংসার জন্য একাধীকবার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় মুরুব্বীদের নিকট বিষয়টি জানালেও সন্ত্রাসী জিয়াউদ্দিন (জি এম) মীমাংসার জন্য রাজি নয়।

এব্যাপারে জিয়াউদ্দিন (জি এম) এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বন্দর থানার জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি মিমাংসার করার চেষ্টা করছি তবে বাদিনী গৃহবধু মায়ানুর বেগম সবদিক দিয়েই ঠিক আছেন। আমিন দু’পক্ষকেই মিাংসার জন্য বলেছি। কিন্তু বিবাদী জিয়াউদ্দিন (জি এম) মিমাংসায় বসতে গড়িমসি করছে। তবুও বিষয়টি আমি দেখছি বলে তিনি জানান।